ধুলি –পিঙ্গল জটাজুট মেলে।
আমার প্রলয় সুন্দর এলে।।
পথে –পথে ঝরা কুসুম ছড়ায়ে
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে....
Song details
Song -ধুলি –পিঙ্গল জটাজুট মেলে | Dhuli Pingalo Jatajut Mele
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ধুলি –পিঙ্গল জটাজুট মেলে।
আমার প্রলয় সুন্দর এলে।।
পথে –পথে ঝরা কুসুম ছড়ায়ে
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে –
রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে।।
বৈশাখী পূর্নিমা চাঁদের তিলক
তোমারে পরাব,
মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া
সুরধুনি ঝরাব।
যে–মালা নিলে না আমার ফাগুনে
জ্বালা তারে তব রূপের আগুনে,
মরণ দিয়া তব চরণ জড়াব
হে মোর উদাসীন, যেওনা ফেলে।।