নতুন প্রেমে মন মজাইয়া
করেছি কি মস্ত ভুল,
আমার লাভের মাঝে কি লাভ হইলো ....
Song details
Song -নতুন প্রেমে মন মজাইয়া
Singers - Sultana Yasmin Laila
Lyrics - Mujib Pardeshi
Lyrics
নতুন প্রেমে মন মজাইয়া
করেছি কি মস্ত ভুল,
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল
সখিগনকে করি মানা
এমন প্রেম আর কইরোনা
আমার মত প্রেম করিয়া
জনম ভইরা কাইন্দো না।
আমার দুই-একটা দিন যায় নারে ভালো
লাগে শুধুই গণ্ডগোল
মিষ্টি মিষ্টি কথা কইয়া
মন নিয়াছো কাড়িয়া
ভ্রমর যেমন খায়রে মধু
ফুলেতে আসন দিয়া।।
আমার দুই-একটা দিন যায় নারে ভালো
লাগে শুধুই গণ্ডগোল