বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে....
Song details
Song -বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল | BIRAHER GULBAGE MOR BHUL KORE AJ
Singers - Abbas Uddin Ahmad
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল।
এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে ঘুম-ভাঙানো চাঁদ,
অপরাধ ভুলেছ কি, ভেঙেছে কি অভিমানের বাঁধ।
মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল।।
ওগো প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে,
দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে।
হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম
রাঙালে এ কি রঙে উদয় ঊষার সম
ঝ’রে পড়ুক তব পায়ে আমার এই জীবন-মুকুল।।