মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে…….....
Song details
Lyrics
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে…….
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা-
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে….
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে
ফিরিয়া আসিবে খেলিবে আবার-
ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা
মনে পড়ে…..
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা-
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে…..
আজো আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী
অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে
গান থেমে যায়, হায় ফিরে আসে পাখি বুকে বিঁধে অবহেলা
মনে পড়ে….
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা-
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে……….
…………………..
Song: মনে পড়ে আজ সে কোন্ জনমে | Mone Pare Aaj Se Kon Janame
Singer: Firoza Begum
Lyrics: Kazi Nazrul Islam
Music: Kamal Dasgupta