আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী–
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে,....
Song details
Song -আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে
Singers - Santidev Ghosh
Lyrics - Rabindranath Tagore

For more details click here
Lyrics
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী–
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে
শিহরি চমকি জাগি তারি লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥