আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন....
Song details
Song -আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি | Achho Antare Chiradin
Singers - SUBINOY RAY
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?।
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?।
- ফুলের জলসায় নীরব কেন কবি | Phooler Jalshay Nirob Keno
- বসিয়া নদী-কূলে,এলোচুলে কে উদাসিনী | BASIYA NADI KULE ELO CHULE KE UDASINI
- ভবনে আসিল অতিথি সুদূর | BHABANE ASHILO ATITHI SHUDUR
- মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান | MON LAHO NITI NAM RADHA SHYAM
- বাজো বাঁশরি
- ভুলি কেমনে আজো যে মনে | Bhuli Kemone Ajo Je Mone