আঘত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে॥
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে–
বারে বারে....
Song details
Song -আঘত করে নিলে জিনে | Aghat Kore Nile Jine
Singers - Subinoy Roy
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আঘত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে॥
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে–
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে॥
তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে–
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে॥
- Yeh Mera Prem Patra Padhkar Ke Tum Naraz
- তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে | Tora Dekhe Ja Amina Mayer Kole
- গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না | Goul Vora Pusne Chale
- মানুষ মানুষ সবাই বলে | Manush Manush Sobai Bole
- খাঁচার ভিতর অচিন পাখি | Khachar Vetor Ochin Pakhi Kamne Ase Jai
- কুলের বউ ছিলাম বাড়ি | Kuler Bou Chhilam