আহাদে আহাম্মদ এসে
নবি নাম কে জানালে।
যে তনে করিলে সৃষ্টি
সে তন কোথায়....
Song details
Song -আহাদে আহাম্মদ এসে নবি নাম কে জানালে | Ahade Ahammod Eshe Nobi Naam Ke Janale
Singers - Karim Shah
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আহাদে আহাম্মদ এসে
নবি নাম কে জানালে।
যে তনে করিলে সৃষ্টি
সে তন কোথায় রাখিলে।।
আহাদ নামে পরওয়ার
আহাম্মদ রূপে সে এবার।
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কই চলে।।
নবি যারে মানিতে হয়
উচিৎ বটে তাই জেনে লয়।
নবি পুরুষ কি সে প্রকৃতি কায়
সৃষ্টির সৃজনকালে।।
আহাদ নামে কেন রে ভাই
মানবলীলা করিলেন সাঁই।
লালন বলে তবে কেন যাই
অদেখা ভাবুক দলে।।
- আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই | Ajgobi Boiraggo Leela Dekhte Pai
- মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা | Mayere Vojile Hoy Tar Babar Thikana
- বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল | Banglar Mati Banglar Jol
- অয়ি ভুবনমনোমোহিনী মা | Oi Bhuban Monomohini Ma
- আগুনে হল আগুনময় | Agune Holo Agunmoy
- আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি | Ami Sundar Nahi