আজ আছি কাল কোথায় রব
কোথায় রব কে জানে,
কাল কি হবে তাই....
Song details
Song -আজ আছি কাল কোথায় রব
Singers - Alpana Banerjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আজ আছি কাল কোথায় রব
কোথায় রব কে জানে,
কাল কি হবে তাই ভেবে আজ
মিছেই কেন আকুল হব।
আনন্দ আর গানে গানে
এই ক’টি দিন কাটিয়ে যাও,
জীবনেরি পানশালাতে
উৎসবে প্রাণ মিশিয়ে নাও।
ক্ষণিক হলেও দুজনারে
দুজন চিনে লব।
তুমি আমি রব না কেউ
আয়ুর প্রদীপ হবেই ক্ষীণ,
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন।
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব।
………………
Song : Aj Achi Kal Kothai Robo
Movie : Agni Pariksha
Artist : Alpana Banerjee
Music Director : Anupam Ghatak
Lyricist : Gauri Prasanna Mazumder
Release : 1955
Director : Agradoot
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Anup Kumar, Jahar Roy, Chandrabati Devi