অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে।।
Song details
Song -অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
Singers - Pratibha Sen
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে।।
ভেজা মাটির গন্ধ সনে
তোমার স্মৃতি আনে মনে,
বাদলী হাওয়া লুটিয়ে কাঁদেয়াঁধার আঙ্গিনাতে।।
হঠাত বনে আস্ল ফুলের বন্যা
পল্লবেরই কূলে
নাগকেশরের সাথে কদম কেয়া
ফুটল দুলে দুলে।
নবীন আমন ধানের ক্ষেতে
হতাশ বায়ু ওঠে মেতে,
মন উ’ড়ে যায় তোমার দেশে পূর্ব-হাওয়ারই সাথে।।