আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোমরাকে যেতে বল।
সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল।।
কত....
Song details
Song -আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোমরাকে যেতে বল | AJO PHOTENI KUNJE MAMO KUSUM
Singers - Patal Debi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোমরাকে যেতে বল।
সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল।।
কত কি শুনিয়ে যায়, গুনগুনিয়ে হায়-
পাতার ঝরকায়, ঘোরে সে অবিরল।।
আমার প্রাণের ভেতর কেন উঠায় সে ঝড়
তারে ফেরালে ফেরে না হাসে কেবল,
সে ফিরিয়া গেলে চোখে আসে জল।
একি হল দায়, আঁখি নাহি চায়
না দেখিলে তায়, প্রাণ পাগল।।