আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি....
Song details
Song -আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই | Akashe Helan Diye
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
উধাও হ’য়ে বই।।
চিতা বাঘ মিতা আমার গোখ্রো খেলার সাথি
সাপের ঝাঁপি বুকে ধ’রে সুখে কাটাই রাতি
ঘূর্ণি হাওয়ার উড়্নি ধ’রে নাচি তাথৈ থৈ গো ‘আমি’
নাচি তাথৈ থৈ।।
- প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি | PRABHU TOMARE KHNUJIYA MORI GHURE GHURE
- বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন | Beyan Boli O Beyan Thakrun
- ভাই হয়ে ভাই চিনবি আবার | BHAI HOYE BHAI CHINBI ABAR
- মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো | MUKHE KENO NAHI BALO
- যাই গো চ’লে যাই না-দেখা লোকে | Jai Go Chale Jai Jay Na Dekha Loke
- অঞ্জলি লহ মোর সঙ্গীতে