আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম।
এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্তের আরাম।।
সে সংসারকে ভয় করে....
Song details
Song -আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম | ALLAR NAAM MUKHE JAHAR
Singers - Abbas Uddin Ahmad
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম।
এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্তের আরাম।।
সে সংসারকে ভয় করে না নাই মৃত্যুর ডর
দুনিয়াকে শোনায় শুধু আনন্দেরই খবর
দিবানিশি পান করে সে কওসরেরি জাম —
পান করে কওসরেরি জাম।।
আল্লার নাম মুখে যাহার
তাল : কাহার্বা
আদি রেকর্ডিং : ১৯৩৯
নাটিকা : আল্লার রহম (১৯৩৯)
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ
- এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে | Eso Doyal Amay Par Koro Bhaber Ghate
- মিলন হবে কত দিনে | Milan Habe Kato Dine
- বেদে কি তার মর্ম জানে | Vede Ki Tar Marma Jane
- অন্তর মম বিকশিত করো অন্তরতর হে |Antaro Mamo Bikasito Koro
- আকাশ আমায় ভরল আলোয় | Akash Amar Bharlo Aloy
- আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম | ALLAR NAAM MUKHE JAHAR