আমি একা বড় একা
আমার আপন কেউ নেই,
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই....
Song details
Song -আমি একা বড় একা আমার আপন কেউ নেই
Singers - Amit Kumar
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
আমি একা বড় একা
আমার আপন কেউ নেই,
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই।
ও বিধাতা কি হে চাও
কেন এ ব্যাথা দিয়ে যাও,
জানিনা কী অপরাধে
দিলে তুমি অকরুণ সাজা এই,
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই।
জীবনের যত ছিল গান
অকালে তা হল অবসান,
রেশটুকু তাও তো গেল
ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে,
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই।
……………………
গান-আমি একা, বড় একা/আমার আপন কেউ নেই
শিল্পী-অমিতকুমার
ছায়াছবি-জজসাহেব(১৯৮৯)
গীতিকার-পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার-অজয় দাস