আমি হব মাটির বুকে ফুল
প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল।।
ঠাঁই পাব গো তোমার থালায়
রইব....
Song details
Song -আমি হব মাটির বুকে ফুল | AMI HABO MATIR BUKE PHUL
Singers - Kalyani Chattopadhyay
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আমি হব মাটির বুকে ফুল
প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল।।
ঠাঁই পাব গো তোমার থালায়
রইব তোমার গলার মালায়
সুগন্ধ মোর মিশবে হাওয়ায় আনন্দ আকুল।।
আমার রঙে রঙিন হবে বন
পাখির কণ্ঠে আনব আমি গানের হরষণ।
নাই যদি নাও তোমার গলে
তোমার পূজা বেদীর তলে
শুকাবে গো সেই হবে মোর মরণ অতুল।।