আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব’লে
নাই দিলি তুই সাড়া মা গো নাই নিলি তুই....
Song details
Song -আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব’লে | AMI NAMER NESHAY SHISHUR MATO
Singers - Bijanbala Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব’লে
নাই দিলি তুই সাড়া মা গো নাই নিলি তুই কোলে।।
শুনলে ‘মা’ নাম জেগে উঠি
ব্যাকুল হয়ে বাইরে ছুটি
মাগো ঐ নামে মোর নয়ন দু’টি ভ’রে ওঠে জলে।।
ও নাম আমার মুখের বুলি ও নাম খেলার সাথি
ও নাম বুকে জড়িয়ে ধ’রে পোহাই দুখের রাতি।
মা হারানো শিশুর মতো
যপি ও নাম অবিরত
মা ঐ নামের মন্ত্র আমার বুকে কবচ হয়ে দোলে।।
- আপন ঘরের খবর নে না | Apon Ghorer Khobor Ne Na
- কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না | Keno Somoy Bujhe Badhal Badhle Na
- অনেক দিয়েছ নাথ | Anek Diyechho Nath
- অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে | Asim Dhan To Ache Tomar
- আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি | AMARE CHOKH ISHARAY DAK DILE HAY
- আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান | Aj Bharoter Nobo Agomony