আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ,
দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ।
ঘরে ফেরার বাজল বাঁশি, বইছে....
Song details
Song -আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ | ANANDA RE ANANDA
Singers - Banglar Chhelemeye
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ,
দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ।
ঘরে ফেরার বাজল বাঁশি, বইছে বাতাস সুমন্দ॥
আমার মায়ের মুখে হাসি, শরত-আলোর কিরণরাশি,
কমল বনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ॥
উঠলো বেজে দিগ্বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ,
মনের আজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ।
দেশান্তরী ছেলেমেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে,
শিশির নীরে এলো নেয়ে স্নিগ্ধ অকাল বসন্ত॥
- আঁধার রাতে কে গো একেলা | ANDHAR RATE KE GO EKELA
- আসিয়া কাছে গেলে ফিরে | ASIYA KACHHE GELE PHIRE
- ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও |Eya Mohammad Behest Hote
- এ কোন মায়ায় ফেলিলে আমায় | E Kon Mayay Fhelile Amay
- ওগো দু’পেয়ে জীব ছিল গদাই | Ogo Dupeye Jib Cilo Godai
- কেন ফোটে কেন কুসুম ঝ’রে যায় | Keno phote keno kusum