অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই....
Song details
Song -অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা | ANEK KATHA BOLAR MAJHE
Singers - Shiuli Sarker
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা।।
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে বলতে গিয়ে সেই বারতা।।
অবকাশ দেবে কবে কবে সাহস পাবে প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি বলব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল লাগে
সেই মুকুলের বুকে জাগাও ফুটে ওঠার ব্যাকুলতা।।
- অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি | Onek Kotha Jao Je Bole
- অশ্রুনদীর সুদূর পারে | Osru Nodi Sudur Paare
- আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে |Aachhe Dukkho Aachhe Mrityu
- আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে | Aabar Shrabon Elo Phire
- আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া | Amar Bhuban Kaan Pete Roy
- একটুখানি দাও অবসর বসতে কাছে | Ektukhani Dao Abasor Baste Kache