আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
আলোয় কভু দাও না ধরা
আঁধারে মা আস তুমি। ....
Song details
Song -আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
আলোয় কভু দাও না ধরা
আঁধারে মা আস তুমি।
বাহিরে তোমায় দেখে
বজ্ৰপ্ৰাণা সবাই কহে
নামে তুমি মা ভয়ংকরী
প্রাণে স্নেহের গঙ্গা বহে।
অশিবেরে দমন করে মা
জীবের দুঃখ নাশ তুমি।।
এই যে দেহ কে বলে মা
অষ্টধাতু দিয়ে গড়া
এ পরাণে জানি মাগো
তোমার নামের মন্ত্র ভরা।
আনন্দ সায়র মাঝে
হৃদকমলে ভাস তুমি।।
………………..
সাধক কমলাকান্ত কথাচিত্রের গান।
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : অনিল বাগচী।
Song : Anandamoyee Maago
গান : আনন্দময়ী মাগো
Movie : Sadhak Kamalakanta
Artist : Hemanta Mukherjee
Music Director : Anil Bagchi
Lyricist : Gauri Prasanna Mazumder
Mood : Devotional
Theme : Spiritual
Release : 1961