আপনারে আপনি চিনিনে।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।
আপনারে চিনতাম....
Song details
Song -আপনারে আপনি চিনিনে | Aponare Apni Chini Ne
Singers - Arati Mukherjee
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আপনারে আপনি চিনিনে।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।
আপনারে চিনতাম যদি
মিলতো অটল চরণ নিধি।
মানুষের করণ হতো সিদ্ধি
শুনি আগম পুরাণে।।
কর্তারূপের নাই অন্বেষণ
আত্মার কি হয় নিরূপণ।
আপ্ততত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে।।
দিব্যজ্ঞানী যেজন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো।
সিরাজ সাঁই কয় লালন রইলো
জন্ম অন্ধ মন গুনে।।
- ওগো দু’পেয়ে জীব ছিল গদাই | Ogo Dupeye Jib Cilo Godai
- কেন ফোটে কেন কুসুম ঝ’রে যায় | Keno phote keno kusum
- গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে | GANER SATHI ACHHE AMAR
- চক্র সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী | MOHAN TUM BANE BANWARI
- টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে| TALAMAL TALAMAL PADOBHORE BEERDAL CHALE SAMARE
- তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার | TUMI LAHO PRABHU AMAR SANSARERI BHAR