অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায়....
Song details
Song -অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
Singers - Susmita Patra
Lyrics - Rabindranath Tagore

For more details click here
Lyrics
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে॥
নিয়ে রতন মণি, দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী–
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে॥
আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে–
বিশ্বভুবন মাতাল যে তাই হাসির কলরবে।
তুমি রইবে না ওই রথে, তুমি রইবে না ওই রথে নামবে ধুলাপথে–
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে॥