আয় বনফুল ডাকিছে মলয়
এলোমেলো হাওয়ায় নূপুর বাজায় , কচি কিশলয়।।
তোমরা এলে না ব’লে – ভোমরা....
Song details
Song -আয় বনফুল ডাকিছে মলয় | Ay Banaphul Dakichhe Malay
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আয় বনফুল ডাকিছে মলয়
এলোমেলো হাওয়ায় নূপুর বাজায় , কচি কিশলয়।।
তোমরা এলে না ব’লে – ভোমরা কাদেঁ
অভিমানে মেঘ ঢাকিল চাদেঁ
‘ভুল বঁধু ভুল’ টুলটুলে মৌটুসি বুলবুলে কয়।।
কুহু যামিনীর তিমির টুটে
মুহু মুহু কুহু কুহরি ওঠে।
হে বন-কলি, গুণ্ঠন খোলো
হে মৃদুলজি্জিতা, লজ্জা ভোলো,
কোথা তার দুল দোলে নটিনী তটিনী খুজেঁ বনময়।।
- গুরুর চরণ অমূল্য ধন | Guru charan amulya dhan
- বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি | Bolo Sorup Kothay Amar Sadher Pyari
- এসো হে অপারের কাণ্ডারি | Eso Hey Oparer Kandari
- প্রেম পাথারে যে সাঁতারে | Prem Pathare j satare
- অজানা খনির নূতন মণির | Ajana Khanir Nutan Monir
- অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো | ANEK CHHILO BOLAR