আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
বহু রাত্রি হল আর জাগাসনে মায়।।
কোলে লয়ে তোরে....
Song details
Song -আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায় | AY GHUM AY GHUM AY
Singers - Kazi Nazrul Islam
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
বহু রাত্রি হল আর জাগাসনে মায়।।
কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো
ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো
গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো
মন ভুলাবো কত রূপকথায়।।
তোরে কে বলে চঞ্চল একচোখো সে
মোর শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব’সে
তোরে কে বলে ঝড় তোলে থির যমুনায়
সে যেদিন রাত ঘোরে তার মা’র পায় পায়।।
আয় ঘুম আয় ঘুম আয় তাল : কাহার্বা আদি রেকর্ডিং : ১৯৩৯ কথা : কাজী নজরুল ইসলাম সুর : অনিল ভট্টাচার্য শিল্পী : শীলা সরকার
- গুরুর দয়া যারে হয় সেই জানে |Gurur Doya Jare Hoy Sei Jane
- মন চোরারে কোথা পাই | Mon chorare kotha pai
- বসত বাড়ির ঝগড়া কেজে | Boshot Barir Jhogra Kajo
- পাখি কখন জানি উড়ে যায় | Pakhi Kokhon Jani Ure Jay
- সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে |Sadhya Kire Amar Se Rup Chinite
- অভয় দাও তো বলি আমার | Ovhoi Deo Go Boli Amar