আয় গোপিনী খেলবি হোরি ফাগের রাঙা পিচকারিতে
আজ শ্যামে লো করব ঘায়েল আবির হাসির টিটকারিতে।।
রঙে রাঙা....
Song details
Song -আয় গোপিনী খেলবি হোরি ফাগের রাঙা পিচকারিতে |Ay Gopiney Khelbi Hory
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
আয় গোপিনী খেলবি হোরি ফাগের রাঙা পিচকারিতে
আজ শ্যামে লো করব ঘায়েল আবির হাসির টিটকারিতে।।
রঙে রাঙা হয়ে শ্যাম আজ হবে যেন রাই কিশোরী
যমুনা জল লাল হবে আজ আবির ফাগের রঙে ভরি
কপালে কলঙ্ক মোদের ধুয়ে যাবে রঙ ঝারিতে।।
গুরুজনার গঞ্জনা আজ
সইব না লো মানব না লাজ
কূল ভুলে গোকুল পানে ভেসে যাব রাঙা গীতে।।