(মা) আয় মুক্তকেশী আয়
(মা) বিনোদ-বেণী বোঁধ দোব এলোচুলে।
প্রভাত রবির রাঙা জবা (মা) দুলিয়ে....
Song details
Song -আয় মুক্তকেশী আয় | AY MUKTOKESHI AY
Singers - Paresh Chandra Deb
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
(মা) আয় মুক্তকেশী আয়
(মা) বিনোদ-বেণী বোঁধ দোব এলোচুলে।
প্রভাত রবির রাঙা জবা (মা) দুলিয়ে দোব বেণী মূলে॥
মেখে শ্মশান ভস্ম কালি,
ঢাকিস্ কেন রূপের ডালি
তোর অঙ্গ ধুতে গঙ্গাবারি আনব শিবের জটা খুলে॥
দেব না আর শ্মশান যেতে, সহস্রারে রাখব ধ’রে।
খেলে সেথায় বেড়াবি মা রামধনু রং শাড়ি প’রে।
ক্ষয় হলো চাঁদ কেঁদে কেঁদে
(তারে) দেব মা তোর খোঁপায় বেঁধে
মোর জীবন মরণ বিল্ব জবা দিব মা তোর পায়ে তুলে॥