বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর –
সে আমারি গান, প্রিয় সে আমারি সুর॥
Song details
Song -বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর | BENUKAR BONE KNADE BATASH BIDHUR
Singers - Abbas Uddin Ahmad
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর –
সে আমারি গান, প্রিয় সে আমারি সুর॥
হলুদ চাঁপার ডালে সহসা নিশীথ কালে
ডেকে ওঠে সাথি হারা পাখি ব্যথাতুর॥
নদীর ভাটির স্রোতে শ্রান্ত সাঁঝে
অশ্রু জড়িত মোর সুর যে বাজে।
সে সুরের আভাসে আঁখিপুরে জল আসে,
মনে পড়ে চলে-যাওয়া প্রিয়রে সুদূর॥