ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবেচৈতী বাতাস উদাস হয়ে....
Song details
Song -ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে | Bhule Jeo Bhule Jeo Sedin Jadi Pare Amay Mone
Singers - Chhanda Chakraborty
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবেচৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।
তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।
শুনবে যেন অনেক দূরে
ক্লান্ত বাঁশির করুন সুরে-
বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে।।