বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়।
জাগরণে দেখা দিলে না নাথ....
Song details
Song -বিরহের নিশি কিছুতে আর চাহে না
Singers - Anup Ghoshal
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়।
জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিও॥
হেরিব কবে সে-মোহন রূপ
শুকায়েছে মালা, পড়েছে ধূপ,
নিভে যদি যায় জীবন-দীপ তুমি এসে নাথ জ্বালাইও১॥
তব আশা-পথ চাহি’ বৃথায়
দিবস মাস বরষ যায়,
এ জনমে যদি ভুলিলে হায় – পর জনমে না ভুলিও॥
…………………..
Song: Biraher Nishi Kichhute | বিরহের নিশি কিছুতে আর চাহে না
Singer: Anup Ghoshal
Lyrics: Kazi Nazrul Islam
১. নিভাইও
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
গ্রন্থ:
সুর-সাকী
প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪৩। সাহানা-একতালা। পৃষ্ঠা: ২৪৭]
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: সাহানা, তাল: একতাল । গান সংখ্যা ১৬২০। পৃষ্ঠা: ৪৮৪]