বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়।। ....
Song details
Song -বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায় | Bodhu Mitilona Sadh Bhalo Basia Tomay
Singers - Manabendra Mukherjee
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়।।
আবার বিরহে তব কাঁদিব
আবার প্রণয়–ডোরে বাঁধিব,
শুধু নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে –
তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়।।
যে গোধূলি–লগ্নে নববধূ হয় নারী,
সেই গোধূলি–লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি।
বঁধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে,
আমি নিজে নাহি ধরা দিয়ে –
সকলের প্রেম নিয়ে দিনু তব পায়।।
- সকলই কপালে করে | Sokoli Kopale Kore
- নিচে পদ্ম চরকবাণে | Niche Poddo Charokbane
- অনিমেষ আঁখি সেই কে দেখেছে | Animesh Aankhi Sei Ke Dekhechhe
- অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় | Alpo Loia Thaki Tai
- আছ আকাশ-পানে তুলে মাথা | Achho Akash Pane Tule Matha
- আমার সকল আকাশ ভ’রলো তোমার তনুর কমল-গন্ধে | Amar Sokol Akash Bhorlo Tomar