বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয়....
Song details
Song -বসত বাড়ির ঝগড়া কেজে | Boshot Barir Jhogra Kajo
Singers - Baul Shukumar
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয় ধূমা
সব দেখি তা না না না।।
ঘরের চোরে ঘর মারে যার
বসতের সুখ হয় কিসে তার।
ভূতের কীর্তি যেমন প্রকার
তেমনি তার বসতখানা।।
দেখে শুনে আত্মকলহ
বাড়ির কর্তাব্যক্তি হত হলো।
সাক্ষাতে ধন চোরে গেল
এ লজ্জা তো যাবে না।।
সর্বজয় হাকিমের তরে
আর্জি করি বারে বারে।
লালন বলে আমার পানে
একবার ফিরে চাইলে না।।