ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া।
সখি কাওন উও বনশী বাজায়....
Song details
Song -ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া | BYAN MEIN SHUN SYAKHIRI
Singers - Promoda Debi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া।
সখি কাওন উও বনশী বাজায় ঘারমে না রাহন যায়,
মন ভ্যয়ে উদাস সখি ন্যহি মানে জিয়া রি।।
নিরালা ঢং বাজে মৃদঙ্গ মাওর পাপিহা বোলে রি
চ্যরণণ মে ছান্দ জাগে তান মন প্রাণ ডোলে রি
প্রেমসে ম্যতওয়ালী ভ্যয়ি চাঁদ কি আঁখিয়া রি।।
স্যখি পাহানো নীল শাড়ি চূড়া বাঁধো মানহারি
যাঁহা ব্যনচারী চ্যলো কারকে সিঙ্গার
চ্যরণণ মে গুজরী গ্যলেমে চম্পা হার-
নাচুঙ্গী আজ ওয়াকে সাথ গাউঙ্গি রসিয়ারি।।