ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি।
দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত যাচে তব সান্ত্বনা....
Song details
Song -ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি | BYATHITA PRANE DANO SHANTI
Singers - Parul Sen
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি।
দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত যাচে তব সান্ত্বনা ত্রিভুবন-পতি।।
বেদনা যাতনা ক্লেশ মুক্ত কর, বিপদ নিবার, সব বিঘ্ন হর,
আঁধার পথে তুমি হাত ধরো, প্রভু অগতির গতি।।
সকল গ্লানি হতে হে নাথ বাঁচাও, চিত্তে অটল প্রসন্নতা দাও
যেন সুখে ও দুখে সদানন্দে থাকি, অবিচল থাকে যেন তব পদে মতি।।
- ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় |CHHARITE PARAN NAHI CHAY
- তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন | TOR KALO RUP LUKATE MA
- তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায় | Tarun Premik Pranay Bedan
- নূরজাহান! নূরজাহান! | Noorjahan Noorjahan
- প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি | PRABHU TOMARE KHNUJIYA MORI GHURE GHURE
- বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন | Beyan Boli O Beyan Thakrun