হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই
কিছু নেই…
হাজার...
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি...
পাখি রে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকুল হয়ে
মরে যেতে...