আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
সেথা...
আমি চিরতরে দূরে চলে যাব ,
তবু আমারে দেব না ভুলিতে ।
আমি বাতাস হইয়া জরাইব কেশে...
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী ।
আমি আপনারে লয়ে রে ভাই
এ-পার ও-পার করি ।।
আমায়...