আমার প্রাণবন্ধু আসিয়া
আমার প্রাণবন্ধু আসিয়া, কাছেতে বসিয়া
নয়নের জল আমার মুছিয়া দিবে
এমন সুদিন আমার...
আমার প্রাণবন্ধু আসিয়া, কাছেতে বসিয়া
নয়নের জল আমার মুছিয়া দিবে
এমন সুদিন আমার...
ওরে আজ কেন রে প্রাণে র সুবল রা ই
এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে
নিয়ে মোহন...
আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।।
জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম...
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।
চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।।
হলে সে...