Bhabani Das হরি হে তুমি তাই দূরে থাক স’রে হরি হে তুমি তাই দূরে থাক স’রেহরি প্রভু বলে মোরা দূরে রাখিপাষাণ দেউলে রাখিয়াছি হায় তোমারে পাষাণ...
Bhabani Das ভবনে আসিল অতিথি সুদূর ভবনে আসিল অতিথি সুদূর। সহসা উঠিল বাজি রুমু রুমু ঝুমনীরব অঙ্গনে চঞ্চল...
Bhabani Das বৃথা তুই কাহার পরে করিস অভিমান বৃথা তুই কাহার পরে করিস অভিমানপাষাণ-প্রতিমা সে যে হৃদয় পাষাণ।। রূপসীর নয়নে...
Bhabani Das ফাগুন ফুরাবে যবে- উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে ফাগুন ফুরাবে যবে-উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনেকোয়েলা নীরব হবে।। আমারে সেদিন যদি...