শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝ’রে পড়ে মুখে...
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয়...
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন্ গুন্ মঞ্জুল গুঞ্জরণে।
মৃদুল দোদুল নৃত্যে
বন শবরী মাতে...
মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ্।
(মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া...
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন...