সেই বৃষ্টি রাতের কথা
সেই বৃষ্টি রাতের কথা
আজ মনে পড়ে যায়
নিজেকে লুকালে তুমি
জলে ভেজা শাড়িটায়
সে রাত কোথায়
সে রাত...
সেই বৃষ্টি রাতের কথা
আজ মনে পড়ে যায়
নিজেকে লুকালে তুমি
জলে ভেজা শাড়িটায়
সে রাত কোথায়
সে রাত...
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে...
(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো
তো? মনে পড়ে কি সেই রাতের কথা)...
লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
প্রিয়তমা তোমার নামে
এ জীবন...
বলো বলো সুন্দরী কার দাম বেশী
পয়সার দাম নাকি প্রেমে ধরা হাসি
পয়সাটা নিয়ে যায় না বলে না কেউ
তাজা...
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
...
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই...