শহরে হঠাৎ আলো চলাচল (রুপকথা রা)
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে …
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো...
শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে …
কাঁপছিল মন, নিরালা রকম, ডাকনাম নামলো...
এই বরফপাত, এই কঠিন রাত
তোমার পুরোনো অজুহাত
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই...
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন...