হে মাধব সুন্দর এসো নব অভিসারে
হে মাধব সুন্দর এসো নব অভিসারে।
বিবস রাধার তনু তোমারই বিরহ ভারে।।
অধরে...
হে মাধব সুন্দর এসো নব অভিসারে।
বিবস রাধার তনু তোমারই বিরহ ভারে।।
অধরে...
মাঝে নদী বহে রে
ওপারে তুমি শ্যাম
এপারে আমি ||
মাঝে নদী বহে রে
ওপারে...
জীবন নদীর জোয়ার ভাঁটায়
কত ঢেউ ওঠে পড়ে
সে হিসাব কভু রাখে না কালের খেয়া
কত পথ সে তো পার...
ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিয় সে অপরাধ
অসহায় মনে কেন জেগেছিলো
ভালোবাসিবার সাধ।
কতজন...