Read more

Show more

আমায় ধরে রাখো

আমায় ধরে রাখো,
আমায় বেঁধে রাখো,
আটকে রাখো চোরা হাতে
আর করো না দেরি
...

তুই বললে (কখনো জানতে চাসনি)

কখনো জানতে চাসনি
তোকে কত খুঁজেছি যে কিভাবে,
কখনো ডুবুরীর বেশে,
রাঙামাটি পথ শেষে কত কিভাবে।
কখনো বুঝতে চাসনি
আমি বলতে চেয়েছি...

পথে চলতে পথ চলতে

পথে চলতে পথ চলতে
কখনো পিছু থমকে।
বার বার শুধু ফিরে চাওয়া
বার বার একই গান গাওয়া
...

তবে থাক ( এই আকাশের রঙ )

এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে...

তুই কি জানিসনা

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,

জানিস...