চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিও হে....
Song details
Song -চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে | Chander Moto Nirobe Esho
Singers - Indrani Sen
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন–পাতে।।
তব তরে বাহির–দুয়ার মম
খুলিবে না এ–জনমে প্রিয়তম,
মনের দুয়ার খুলি’ গোপনে এস বিজড়িত রহিও স্মৃতির সাথে।।
কুসুম–সুরভি হ’য়ে এসো নিশি–পবনে,
রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বন–ভবনে।
আঁখি–জল হয়ে আঁখিতে আসিও
বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও,
বিরহ হ’য়ে এসো হে চির–বিরহী আমার অন্তর–বেদনাতে।।
- এসব দেখি কানার হাট বাজার |E Shob Dekhi Kanar hatt bazar
- গুরু বস্তু চিনে নে না | Guru Guru Bosto Chine Na
- অনেক দিনের মনের মানুষ | Anek Diner Maner Manush
- অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ | Ashim Akashe Agannya Kiron
- আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও | Aloker Eai Jhorna Dharay
- আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে | Abar Kon Batayone Deep Jalile