চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে....
Song details
Song -চিরদিন পুষলাম এক অচিন পাখি | Chirodin pushlam ek ochin pakhi
Singers - Abdul Alim
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে আঁখি।।
পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি।
চেনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ধুকধুকি।।
পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না
উপায় কি করি।
কোন দিন জানি যাবে উড়ে
ধুলো দিয়ে দুই চোখই।।
নয় দরজা খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে
চোখে দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয় বয় লালন বয়
ফাঁদ পেতে ঐ সিঁদমুখী।।
- বেদে কি তার মর্ম জানে | Vede Ki Tar Marma Jane
- অন্তর মম বিকশিত করো অন্তরতর হে |Antaro Mamo Bikasito Koro
- আকাশ আমায় ভরল আলোয় | Akash Amar Bharlo Aloy
- আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম | ALLAR NAAM MUKHE JAHAR
- আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে |Agoon Jalate Ashani Go
- আজো কাঁদে কাননে কোয়েলিয়া | Ajo Knade Kanone Koyelia