ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
এখন আমি....
Song details
Song -ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না | DAKTE TOMAY PARI JADI
Singers - Nitai Ghatak
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না।। .
যদি দেখা না পাই কভু-
সে দোষ তোমার নহে প্রভু
সে সাধনায় আমারি হার জানি তুমি ছাড়বে না।।
বহু লোকের চিন্তাতে মোর বহু দিকে মন যে ধায়,
জানি জানি, অভিমানী পাইনে আজ তাই তোমায়।
বিশ্ব, ভুবন ভুলে যেদিন
তোমার ধ্যানে হব বিলীন,
সেদিন আমার বক্ষ হতে চরণ তোমার কাড়বে না।।
- ঐ কালার কথা কেন বলো আজ আমায় | Oi Kalar kotha Kan Aj Amay
- অজ্ঞানে করো হে ক্ষমা তাত | Aggyane Koro He Khoma Tat
- অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে | Ambare Megh Mridanga Baje
- অগ্নি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা | Agni Chanchol Lilayito Deha Chir Chena
- আমার হৃদয় হবে রাঙাজবা দেহ বিল্বদল | Amar Hridoy Hobe Rangajoba
- আমার যাবার সময় হলো, দাও বিদায় | Amar Jabar Somoy Holo Daow Bidai