দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন,
কেঁদে দু’ নয়ন হ’ল অন্ধ।
আকাশ বাতাস ঘেরা,....
Song details
Song -দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন | DAO DAO DARSHAN PADMA-PALASH
Singers - Mrinalkanti Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন,
কেঁদে দু’ নয়ন হ’ল অন্ধ।
আকাশ বাতাস ঘেরা, তব ও মন্দির বেড়া
আর কতকাল রবে বন্ধ॥
পাখি যেমন সন্ধ্যাকালে, বন্ধু-স্বজন পালে পালে
উড়ে এসে ব’সেছিল ডালে হে।
রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে,
প’ড়ে আছি একা নিরানন্দ।
টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার
ও রাঙা চরণ নূপুর ছন্দ॥
দুখ-শোক রৌদ্রজলে, ফেলে মোরে পলে পলে
ছলিতেছ হরি কত ছল হে
জীবনের বোঝা প্রভু, বহিতে কি হবে তবু
সহিতে পারি না আর দ্বন্দ্ব।
মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও রাঙা পায়
দেখাও এবার মুখ-চন্দ॥
- থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান | Thak E Ghiriya Shoddo Mongol
- নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে | NISHI BHORE ASHANTA DHARAY
- পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী | Pori Jafrani Ghagri Chole Sherajer Pori
- বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর | BENUKAR BONE KNADE BATASH BIDHUR
- ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে | Bhule Jeo Bhule Jeo Sedin Jadi Pare Amay Mone
- মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণ মুরারি | Manab Gobinda Srikrishno Murary