দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ,
....
Song details
Song -দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ | Dashi Hote Chai Na Ami He Sham Kishor Bollov
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ,
আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব। .
জানি জানি হে উদাসীন
দুঃখ পাব অন্ত বিহীন
বঁধুর আঘাত মধুর যে নাথ সে গরবে সকল সব।।
তোমার যারা সেবিকা নাথ, আমি নাহি তাদের দলে,
সবর্নাশের আশায় আমি ভেসেছি প্রেম পাথার জলে।
দয়া যে চায় যাচুক চরণ
আমার আশা করব বরণ
বিরহে হোক মধুর মরণ, আজীবন সুদূরে রব।।