গান: দেখে এলাম তারে সখী
দেখে এলাম তারে।
একই অঙ্গে এত রূপ
নয়নে না ধরে।।
আখর- (পরান ভরে দেখে এলাম
রূপের অধিক....
Song details
Lyrics
গান: দেখে এলাম তারে সখী
দেখে এলাম তারে।
একই অঙ্গে এত রূপ
নয়নে না ধরে।।
আখর- (পরান ভরে দেখে এলাম
রূপের অধিক অপরূপী।।
রূপে যে তার আগুন আছে
হৃদয়খানি ঢেলে দিলাম।)
গান: সোনার বরণখানি
চন্দনেতে মাখা।
আমা হইতে জাতিকূল
নাহি গেল রাখা।।
আখর- (জাতিকুল আর রইলো না গো
ঐ গোরা রূপে পাগল হলাম
রূপের টানে ভেসে গেলাম
কুলের বাঁধন রইলো না গো)
গান: বেঁধেছি বিনোদ চূঁড়া
নবকুঞ্জা দিয়া।
হেরিতে মধুর লাগে
মধুময় হিয়া।।
আখর- (মধুর হলো
মধুর হতে মধুর হলো
বঁধুর লাগি বিদুর হিয়া
আমার আমি বঁধুর হলো)
…………………………
Song Name: Dekhe Elam Tare Shokhi
Artist : Chhabi Banerjee
Lyricist : Tarashankar Banerjee, Traditional
Music Director : Pankaj Kumar Mullick
Movie : Rai Kamal (1955)
Director : Subodh Mitra
Star Cast : Uttam Kumar, Kaberi Basu, Nitish Mukherjee