ধন্য মায়ের নিমাই ছেলে।
এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে....
Song details
Song -ধন্য মায়ের নিমাই ছেলে | Dhonno mayer nimai chele
Singers - Babu Fakir
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
ধন্য মায়ের নিমাই ছেলে।
এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে ফকিরী নিলে।।
ধন্যরে ভারতী যিনি
সোনার অঙ্গে দেয় কৌপিনী।
শিখাইলে হরির ধ্বনি
করেতে করঙ্গ দিলে।।
ধন্য পিতা বলি তারে
ঠাকুর জগন্নাথ মিশ্রে।
যার ঘরে গৌরাঙ্গ হরি
মানুষ রূপে জন্মাইলে।।
ধন্য রে নদীয়াবাসী
হেরিল গৌরাঙ্গশশী।
যে বলে সে জীব সন্ন্যাসী
লালন কয় সে প’লো ফ্যারে।।