দোলে কুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।।
মৃদঙ্গ বাজেনভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। ....
Song details
Song -দোলে কুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে
Singers - Beenapani Debi
Lyrics - Kazi Nazrul Islam

For more details click here
Lyrics
দোলে কুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।।
মৃদঙ্গ বাজেনভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। .
নাচে ময়ুর নাচে কুরঙ্গ
কাজরি গাহে বন বিহঙ্গ
যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।