এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে
হায়, রহি রহি সেই মুখ পড়িছে মনে॥
Song details
Song -এ ঘোর শ্রাবণ নিশি
Singers - Manabendra Mukherjee
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে
হায়, রহি রহি সেই মুখ পড়িছে মনে॥
বিজলিতে সেই আঁখি
চমকিছে থাকি থাকি,
শিহরাতো এমনি সে বাহু-বাঁধনে॥
কদম-কেশরে ঝরে তারি স্মৃতি,
ঝর ঝর বারি যেন তারি গীতি।
হায় অভিমানি হায় পথচারী,
ফিরে এসো ফিরে এসো তব ভবনে॥
শন শন বহে বায় সে কোথায় সে কোথায়,
নাই নাই ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে॥
…………………..
Song: এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে | E GHORO SHRABANO NISHI KATE KEMONE
নজরুলগীতি।
মানবেন্দ্র মুখোপাধ্যায়।
রাগ : গৌড়মল্লার তাল : তিন তাল
সুকুমার মিত্র। রাগ : তিলং তাল : আদ্ধা